Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহীতে মহাপরিচালক মহোদয়ের সাথে মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2016-09-04

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে এনসিডিপি হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মো. নজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম পরিচালক কৃষিবিদ মো. হেমায়েত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান।

প্রধান অতিথি বলেন, বর্তমানের কৃষির চ্যালেজ্ঞ মোকাবেলার জন্য তথ্যে সমৃদ্ধ হয়ে এলাকাভিত্তিক সমস্যা নির্ধারণ করে কর্মপরিকল্পনা নিতে হবে। এছাড়া তিনি ফসল উৎপাদনের নানা সমস্যা মেটানো জন্য ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা  করেন।

সভাপতি মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে রোপা আমনের উৎপাদন বৃদ্ধির নানা কৌশল, স্বল্প পানিতে ফসল আবাদ, বোরো ধান কমানোর কর্মপন্থা, প্রশিক্ষণে পুষ্টি বিষয়ক তথ্যাদী সংযোজন, আউশ আবাদ বৃদ্ধি, মাল্টা ও ড্রাগন ফলের আবাদ বৃদ্ধি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
 

অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অন্যন্য মিলে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন।